লকডাউন ভেঙে পার্টি : বরিস জনসনের জরিমানা

করোনাভাইরাসের সময় লকডাউনের নিয়ম ভেঙে স্বয়ং পার্টি করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত কয়েকমাস ধরে তা নিয়ে উত্তাল ছিল দেশটির রাজনীতি। সম্প্রতি পুলিশ এর তদন্ত শুরু করে। 

গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) লন্ডনের পুলিশ জানিয়েছে, পার্টিগেট কাণ্ডে জনসনকে ২০ দফা জরিমানা করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ১০ ডাউনিং স্ট্রিটে হওয়া ১২টি পার্টি নিয়ে তদন্ত চালানোর পর এই জরিমানার নোটিস প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আরো কয়েকটি তদন্ত এখনো চলছে। সেগুলোতেও প্রধানমন্ত্রী দোষী প্রমাণিত হলে জরিমানার পরিমাণ আরো বাড়তে পারে।

করোনার সময় ১০ ডাউনিং স্ট্রিটে যে পার্টি হয়েছিল তা নিয়ে শতাধিক আমন্ত্রিত অতিথিকে প্রশ্ন পাঠিয়েছে পুলিশ। তার মধ্যে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনকও আছেন।

মাসকয়েক আগে বরিস জনসনের একের পর এক পার্টির কথা প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন। বরিসের দলের একাধিক এমপি পদত্যাগ করেন। অনেকে প্রকাশ্যে সমালোচনা করেন। 

তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পরে বিষয়টি খানিকটা ধামাচাপা পড়ে যায়। তবে মঙ্গলবার পুলিশের এই বিবৃতির পর ফের বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি উত্তাল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। -ডয়চে ভেলে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //